সদস্য হবার যোগ্যতা

সদস্য হবার যোগ্যতা : (ক) প্রতিষ্ঠাতা সদস্য : যে সকল সদস্য এ প্রতিষ্ঠান স্থাপনের স্বাক্ষরদাতা (Signatory) হবে তারা সকলে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য হবে। (খ) সাধারণ সদস্য ঃ (১) গোপালগঞ্জের অধিবাসী অথবা গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী নূণ্যতম ১৮(আঠারো) বছর বয়সী এবং এ সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে আগ্রহী এবং এ ধারায় বর্ণিত অন্য সকল উপধারা মান্যকারী যে কোন ব্যক্তি আবেদনের উপযুক্ত বলে বিবেচিত হবে। (২) রাষ্ট্রীয় ও সংবিধান বিরোধী কোন প্রকার কর্মকান্ডে যুক্ত না থাকা। (৩) কোন প্রকার সাম্প্রদায়িক উত্তেজনা বা বিভাজন সৃষ্টি হয় এমন কোন কার্যক্রমে যুক্ত না থাকা। (৪) মদ, জুয়া, মাদকাসক্তি এবং অন্যান্য অসমাজিক কার্যক্রমে যুক্ত না থাকা। (৫) বিগত ১০ (দশ) বছরের মধ্যে কোন প্রকার ফৌজদারী অপরাধে দন্ডিত না হওয়া। (৬) সৎ চরিত্রের অধিকারী। (৭) সর্ব্বদা স্বেচ্ছাশ্রম ও সমাজসেবায় অংশ নেয়ার মানসিকতা সম্পন্ন হওয়া। (৮) কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত নিবন্ধন ফি এবং মাসিক চাঁদা জমা দিয়ে একজন প্রস্তাবকারী (সদস্য) ও দুইজন কার্যনির্বাহী সদস্যের সুপারিশসহ ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন পত্র জমা দিতে হবে। কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নিবন্ধন ফি ও মাসিক চাঁদার পরিমান হ্রাস/বৃদ্ধি করা যাবে। (গ) আজীবন সদস্য : সর্বোচ্চ সীমা ২০০০(দুই হাজার)। এককালীন ১০০০০/-(দশ হাজার) টাকা মাত্র অনুদান দিয়ে অথবা কার্যনির্বাহী পরিষদ নির্ধারিত চাঁদা অথবা মাসিক ২০০ টাকা অথবা ত্রৈমাসিক ৫০০ টাকা হারে চাঁদা একাদিক্রমে ৩ (তিন) বছর দিলেও আজীবন সদস্য হতে পারবেন। (ঘ) দাতা সদস্যঃ এককালীন অনুদানের পরিমান ১(এক) লক্ষ টাকা । (১) আজীবন সদস্যের সর্বোচ্চ সীমার ১০% অর্থাৎ ২০০ সংরক্ষিত ( জন্মসূত্রে বা উত্তরাধিকারে গোপালগঞ্জ জেলার অধিবাসী) (২) আজীবন সদস্যের সর্বোচ্চ সীমার ১০% অর্থাৎ ২০০ সরক্ষিত ( সংগঠনের গঠনতন্ত্রে আস্থাশীল বাংলাদেশের যেকোনো জেলায় জন্মসূত্রে বা উত্তরাধিকারে অধিবাসী) (ঙ) স্বেচ্ছাসেবক সদস্যঃ সংগঠনে স্বেচ্ছাসেবক থাকবে। সমাজসেবার ব্রতে বিনা পারিশ্রমিকে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী অথবা গোপালগঞ্জের অধিবাসী সংগঠনের বিধিমালা মেনে স্বেচ্ছাসেবক হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে । সেরা স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবকদেরকে সনদ প্রদান করা হবে। সনদ প্রাপ্ত স্বেচ্ছাসেবক বিনা চাঁদায় কার্যনির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে আজীবন সদস্য হতে পারবেন । কেবলমাত্র সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় যোগ্যতা অনুযায়ী সদস্যভুক্তির আবেদন অনুমোদন করা হবে।