গোপালগঞ্জ সোশ্ ল্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (জি এস ডব্লিউ এ)- (রেজি নংঃ গোপা- ৮২৩/১৪)-২১৪ উদয়ন রোড, গোপালগঞ্জ ৮১০০-মোবাইল নং: ০১৭৫২৬৮০৯০১, ০১৯৭৬৪০২০০৩, ইমেইল: gswa2510@gmail.com, ওয়েবঃ https://gswa.org.bd

Gopalganj Social Welfare Association (GSWA)

বন্ধুত্ব-সেবা-শান্তি-উন্নয়ন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ও সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জে জন্মগ্রহণ এ জেলাকে করেছে মহিমান্বিত এবং জাতীয় ও মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় ইতিহাসের অংশ। শিক্ষাঙ্গন, সাহিত্যাঙ্গন ও জাতীয় নেতৃত্বের বহু শ্রেষ্ঠ সন্তানকে জন্মদিয়ে ধন্য গোপালগঞ্জ । গর্বিত এ মাটিতে আরো জন্ম গ্রহণ করেছেন বারবার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শামসুল হক, মতুয়া দর্শনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ঔপন্যাসিক রমেশ চন্দ্র সেন, লেখক ও সাংবাদিক মৌঃ আব্দুল হাকিম, কবি সুকান্ত ভট্টাচার্য প্রমুখ। তা সত্তে¡ও নিরক্ষরতা, বেকারত্ব, কর্ম বিমুখতা, অসহায়ত্ব, দুঃস্থতা, দারিদ্র, পঙ্গুত¦, ব্যাধি, জরা, সামাজিক অনাচার, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, মাদকাসক্তির ভয়াবহতা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বাংলাদেশের অন্য দশটি জনপদের মত আমাদের এ প্রিয় গোপালগঞ্জেও বিদ্যমান রয়েছে। এগুলো থেকে পরিত্রাণের জন্য গবেষণা ও স্বেচ্ছাসেবী মনোভাব পোষণ করে গোপালগঞ্জের কিছু সংখ্যক উৎসাহী সমাজসেবী, শিক্ষিত তরুণ ও যুবকের উদ্যোগে এই অলাভজনক, অরাজনৈতিক, অসা¤প্রদায়িক ও স্বেচ্ছাসেবী সংগঠন Gopalganj Social Welfare Association (GSWA) এর প্রতিষ্ঠার প্রয়াস। সংগঠনের মূলনীতি বন্ধুত্ব, সেবা, শান্তি ও উন্নয়ন। এই গঠনতন্ত্র সংগঠনের সকল সাধারণ সদস্যের পবিত্র আমানত - যা অত্র সংগঠনের ভিত্তি। কোন সাধারণ সদস্য, কার্যনির্বাহী সদস্য অথবা অন্যান্য পরিষদ সদস্য এই গঠনতন্ত্রের পরিপন্থি কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। সংগঠন পরিচালনার ক্ষেত্রে কোন জটিলতা দেখা দিলে এই গঠনতন্ত্রে বর্ণিত ধারা, উপধারা ও অনুচেছদ মোতাবেক সমাধান করতে হবে। এই গঠনতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশিকা অনুসারে প্রণীত এবং সংগঠনের সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং গঠনতন্ত্র মোতাবেক যতক্ষণ পর্যন্ত কোন ধারা বা উপধারা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা সংশোধন না হবে ততক্ষণ পর্যন্ত অত্র সংগঠনের সংশি¬ষ্ট সকল সদস্য, ব্যাক্তি/প্রতিষ্ঠান/পক্ষ এই গঠনতন্ত্রের প্রতিটি ধারা, উপধারা মেনে চলতে বাধ্য থাকবে।....Read more

ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)
আইজিপি (সাবেক) এবং প্রধান উপদেষ্টা ও আজীবন সদস্য গোপালগঞ্জ সোশ্ ল্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (জি এস ডব্লিউ এ)

বন্ধুত্ব সেবা শান্তি আর উন্নয়নের মহান ব্রত নিয়ে গড়ে ওঠা কল্যাণকামী অলাভজনক সংস্থা গোপালগঞ্জ সোশ্ ল্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (জি এস ডব্লিউ এ) তার ব্যাপক কর্মপরিধির পরিচিতি এবং ব্যাপ্তি বৃদ্ধিতে বিশ্বজনীন সাইট উন্মুক্ত করতে যাচ্ছে জেনে আমি ভীষণভাবে আনন্দিত এবং সবাইকে অকৃত্রিম অভিনন্দন। গত একযুগে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে ধণাত্মক তরঙ্গ সৃষ্টির ফলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশের দৃশ্যমান স্বপ্নসিঁড়ি রচিত হয়েছে তা অব্যাহত থাকলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিশ্ববাসীকে অচিরেই তাক লাগিয়ে দেবে। জনসংখ্যার অধিক ঘণত্বহেতু রাষ্ট্রযন্ত্রের প্রাণান্ত চেষ্টা সত্ত্বেও ঐশ্বর্যময় আমাদের এ দেশের ঈর্ষণীয় ভৌত ও মেধাসম্পদের কারিগরী উৎকর্ষ সাধন ও সম্পদ বন্টন ব্যবস্থায় ভারসাম্যের চূড়ায় পৌঁছানো খুবই চ্যালেঞ্জিং। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ও ব্যবহার এবং কারিগরী যান্ত্রিকতার ব্যবহার সামগ্রিক কৃষিতে অব্যাহত প্রবৃদ্ধির যে বিপ্লবের সূচনা করেছে তা জনকল্যাণ ও উন্নয়নের অন্যান্য ক্ষেত্রে যথাযথভাবে সম্প্রসারিত ও সঞ্চারিত হলেই সামগ্রিক আর্থসামাজিক ক্ষেত্রে গতিশীলতা আনবে এটা বাঞ্ছনীয়। জি এস ডব্লিউ এ অংকুরোদমের প্রাক্কালে রাষ্ট্রের জনকল্যাণ ও উন্নয়নের ধারায় কেন্দ্রীয় গ্রীডে শক্তি সঞ্চালনের লক্ষ্যে জাতির পিতার আদর্শে প্রান্তিক পর্যায়ে দুস্থ মানবতার সেবা, কারিগরী প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপন, মাদক-দুর্নীতি রোধ, কর্মমূখী শিক্ষা সম্প্রসারণ, সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি, বন্ধুবৎসল প্রজন্ম তৈরী, ক্রীড়ামোদ বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশে সম্পূর্ণ অরাজনৈতিক সংস্থা হিসেবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে তা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে যা অনেক আনন্দের এবং স্বস্তির। জি এস ডব্লিউ এ কখনো প্রত্যয়চ্যুত হবেনা এ আশাবাদ নিয়ে ওয়েবসাইটের শুভসূচনা প্রত্যাশা করছি এবং কর্মসংশ্লিষ্ট ও সংগঠনের স্বপ্নদ্রষ্টাগণের মঙ্গল কামনা করছি।

....Read more
হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম
পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং উপদেষ্টা গোপালগঞ্জ সোশ্ ল্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (জি এস ডব্লিউ এ)

আমার অত্যন্ত প্রাণপ্রিয় রাজনীতিমুক্ত স্বেচ্ছাসেবী সংস্থা ”গোপালগঞ্জ সোশ্ ল্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (জি এস ডব্লিউ এ)” একটি ওয়েবসাইট খুলতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দ প্রকাশ করছি। জন্মলগ্ন থেকেই সংগঠনটি জাতির পিতার আদর্শ এবং স্থিরকৃত লক্ষ্য ও উদ্দ্যেশ্যের সাথে আপোষহীন স্বেচ্ছাশ্রমে সমাজকল্যাণমূলক কার্যাদি সম্পাদন করে যাচ্ছে যা আমাকে ভীষণ আলোড়িত করে, আমি স্বপ্ন দেখি স্বর্ণসম এ মৃত্তিকার জঠরে সমৃদ্ধ জনপদের। রাস্ট্রের জনকল্যাণমূখী উন্নয়ন প্রচেষ্টায় এ সংস্থা সহযোগী এবং সহযোদ্ধা হিসেবে সংগ্রাম করছে এবং তা অব্যাহত রাখবে এটা অনুমেয়। সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বিকাশ, পারষ্পারিক সৌহার্দ্য ভ্রাতৃত্ব সেবার মূল্যবোধসম্পন্ন নৈতিক কর্মক্ষম যুবসমাজ তৈরী, জনকল্যাণমূখী উন্নয়ন বান্ধব মনোভাবের বিকাশ, সনদমূখী শিক্ষাব্যবস্থার মূলোৎপাটন করে কর্মমূখী শিক্ষাব্যবস্থা জনপ্রিয়করণ, অমিত সম্ভাবনার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আর্থসামাজিক কাজে সম্পৃক্ত করত: জনসম্পদে পরিনত করা, উন্নত সাংস্কৃতিক মানের সমাজ বিনির্মানের আদর্শ উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে জনকল্যাণে রাষ্ট্র- সরকার সূচিত অগ্রযাত্রার রথে এ সংগঠন আরো মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। আমি সংগঠনের এবং উদ্যোক্তাগণের সার্বিক মঙ্গল কামনা করছি।

....Read more
আলহাজ্ব কাজী হারুন অর রশীদ মিরন
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সাবেক আইটি কনসালটেন্ট যুক্তরাষ্ট্র। সভাপতি, গোপালগঞ্জ সোশ্ ল্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (জি এস ডব্লিউ এ)

যে কোনো সংগঠন কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য পালনে গড়ে উঠে, গোপালগঞ্জ সোশ্ ল ওয়েলফেয়ার এসোসিয়েশনও তার ব্যতিক্রম নয় ।এটি একটি অরাজনৈতিক অলাভজনক অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সামাজিক দায়বদ্ধতা থেকে এর যাত্রা শুরু । এ সংগঠনের অঙ্কুরোদগ্মম ২০১৩ সালের ২৫ অক্টোবর আর আনুষ্ঠানিক চলার শুরু ২১ জুন ২০১৪, বাংলাদেশ পুলিশের সহায়তায় বিনামূল্যে রক্তদানের মাধ্যমে । দীর্ঘ প্রায় ১৫ বছর প্রবাস জীবন মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে আমার প্রিয় জন্মভূমি গোপালগঞ্জে এসে পাড়ায় পাড়ায় সামাজিক বন্ধন, সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা, প্রতিযোগিতার অংঙ্গন বিবর্ণ দেখে ৮০-৯০ দশকের চিন্তা চেতনায় নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর স্বেচ্ছাসেবকের মনোভাব নিয়ে গোপালগঞ্জে একটি সংগঠন গড়ে তোলার উদ্যোগের সফলতাই আজকের গোপালগঞ্জ সোশ্ ল ওয়েলফেয়ার এসোসিয়েশন( GSWA) । এ সংগঠনে প্রথম থেকেই যুক্ত আছেন গোপালগঞ্জের বেশকিছু সমাজ হিতৈশী নিজ নিজ কর্মক্ষেত্রে, পেশায় জাতীয় ও স্থানীয়ভাবে স্বনামধন্য ব্যক্তিবর্গ । আমরা কাজ করে চলেছি একাধারে সাহিত্য ,সাংস্কৃতিক , খেলাধুলা, বুদ্ধি বিকাশের শূন্যস্থান পূরণে অন্যদিকে সামাজিক উন্নয়নে মাদকাসক্তি, বাল্য বিবাহ , শিশু-পুষ্টি , পরিবেশ রক্ষা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে, সুবিধা বঞ্চিত কিন্তু মেধাবী স্কুল কলেজ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে ঝড়েপড়া রোধে। ডাটা সায়েন্স, আর্টিফিসিয়াল ইন্টিলেন্জ, ইন্টারনেট, ইন্টারনেট অব থিংকসের এ যুগে সংগঠনকে মেলে ধরতে নিজস্ব ওয়েবসাইট থাকা সময়ের চাহিদা। আমি মনে করি এই ওয়েব সাইটের মাধ্যমে সংগঠনের ব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, সংগঠন হবে গতিশীল, সমাজকল্যাণে আরো অধিক সংখ্যক সমাজকর্মী, স্বেচ্ছাসেবক আমাদের সাথে যুক্ত হবেন। দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত গোপালগঞ্জের গর্বিত সন্তানসহ সবার পরামর্শ, গঠনমূলক সমালোচনা, সহযোগীতা, অনুপ্রেরণায় একদিন GSWA একটি ঐতিহ্যবাহী আলোকবর্তিকা হয়ে সমাজ গঠনে আরো শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে । কিন্তু যেতে হবে অনেক দূর। জয় বাংলা।

....Read more

সদস্য হবার যোগ্যতা

সদস্য হবার যোগ্যতা : (ক) প্রতিষ্ঠাতা সদস্য : যে সকল সদস্য এ প্রতিষ্ঠান স্থাপনের স্বাক্ষরদাতা (Signatory) হবে তারা সকলে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য হবে। (খ) সাধারণ সদস্য ঃ (১) গোপালগঞ্জের অধিবাসী অথবা গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী নূণ্যতম ১৮(আঠারো) বছর বয়সী এবং এ সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে আগ্রহী এবং এ ধারায় বর্ণিত অন্য সকল উপধারা মান্যকারী যে কোন ব্যক্তি আবেদনের উপযুক্ত বলে বিবেচিত হবে। (২) রাষ্ট্রীয় ও সংবিধান বিরোধী কোন প্রকার কর্মকান্ডে যুক্ত না থাকা। (৩) কোন প্রকার সাম্প্রদায়িক উত্তেজনা বা বিভাজন সৃষ্টি হয় এমন কোন কার্যক্রমে যুক্ত না থাকা। (৪) মদ, জুয়া, মাদকাসক্তি এবং অন্যান্য অসমাজিক কার্যক্রমে যুক্ত না থাকা। (৫) বিগত ১০ (দশ) বছরের মধ্যে কোন প্রকার ফৌজদারী অপরাধে দন্ডিত না হওয়া। (৬) সৎ চরিত্রের অধিকারী। (৭) সর্ব্বদা স্বেচ্ছাশ্রম ও সমাজসেবায় অংশ নেয়ার মানসিকতা সম্পন্ন হওয়া। (৮) কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত নিবন্ধন ফি এবং মাসিক চাঁদা জমা দিয়ে একজন প্রস্তাবকারী (সদস্য) ও দুইজন কার্যনির্বাহী সদস্যের সুপারিশসহ ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন পত্র জমা দিতে হবে। কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নিবন্ধন ফি ও মাসিক চাঁদার পরিমান হ্রাস/বৃদ্ধি করা যাবে। (গ) আজীবন সদস্য : সর্বোচ্চ সীমা ২০০০(দুই হাজার)। এককালীন ১০০০০/-(দশ হাজার) টাকা মাত্র অনুদান দিয়ে অথবা কার্যনির্বাহী পরিষদ নির্ধারিত চাঁদা অথবা মাসিক ২০০ টাকা অথবা ত্রৈমাসিক ৫০০ টাকা হারে চাঁদা একাদিক্রমে ৩ (তিন) বছর দিলেও আজীবন সদস্য হতে পারবেন। (ঘ) দাতা সদস্যঃ এককালীন অনুদানের পরিমান ১(এক) লক্ষ টাকা । (১) আজীবন সদস্যের সর্বোচ্চ সীমার ১০% অর্থাৎ ২০০ সংরক্ষিত ( জন্মসূত্রে বা উত্তরাধিকারে গোপালগঞ্জ জেলার অধিবাসী) (২) আজীবন সদস্যের সর্বোচ্চ সীমার ১০% অর্থাৎ ২০০ সরক্ষিত ( সংগঠনের গঠনতন্ত্রে আস্থাশীল বাংলাদেশের যেকোনো জেলায় জন্মসূত্রে বা উত্তরাধিকারে অধিবাসী) (ঙ) স্বেচ্ছাসেবক সদস্যঃ সংগঠনে স্বেচ্ছাসেবক থাকবে। সমাজসেবার ব্রতে বিনা পারিশ্রমিকে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী অথবা গোপালগঞ্জের অধিবাসী সংগঠনের বিধিমালা মেনে স্বেচ্ছাসেবক হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে । সেরা স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবকদেরকে সনদ প্রদান করা হবে। সনদ প্রাপ্ত স্বেচ্ছাসেবক বিনা চাঁদায় কার্যনির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে আজীবন সদস্য হতে পারবেন । কেবলমাত্র সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় যোগ্যতা অনুযায়ী সদস্যভুক্তির আবেদন অনুমোদন করা হবে।

....Read more অনলাইন সদস্যনিবন্ধন ও SSL integrated অনলাইন এবং মোবাইল ব্যাংংক পেমেন্ট সুবিধা ওয়েবসাইট-অ্যপসে দ্রুত সংযুক্ত হবে।

Gopalganj Social Welfare Association (GSWA)

contact information

  • Gopalganj Social Welfare Association (GSWA)
  • Address:-214, Udayan Road. Gopalganj-8100. Bangladesh
  • Phone:-+88-01752680901, +88-01739775577
  • Email:- gswa2510@gmail.com
  • Website:- gswa.org.bd

leave us a message